বোনাস লভ্যাংশ পাঠিয়েছে আল-আরাফাহ

Posted on September 26, 2023

শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে ২৩ আগস্ট শেয়ারহোল্ডারদের বিও হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৩ শতাংশ বোনাস ও ১২ শতাংশ নগদ লভ্যাংশ।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৬ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২২ টাকা ৭৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২২ টাকা ৭৩ পয়সায়।

কর্পোরেট সংবাদ/এএইচ