ডিএসইতে সূচকের উত্থান

Posted on September 26, 2023

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে শেয়ারবাজারের লেনদেন উত্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২ টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হয়েছে ১৯৭ কোটি ১৮ লাখ ৮৬ হাজার টাকা।

লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ৯ দশমিক ২২ পয়েন্ট বেড়েছে। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭ পয়েন্ট।
 

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা ১১টা ৫৮ পর্যন্ত‍ ২৪৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩০ টির ও অপরিবর্তিত রয়েছে ১০০ টির দাম।

প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩ দশমিক ৫৮ পয়েন্ট।
 

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৫১ হাজার ১৯১ টাকার শেয়ারের। যার বাজার মূল্য ১৯৩ কোটি ২৩ লাখ ৭৪ হাজার টাকা ।

কর্পোরেট সংবাদ/এএইচ