আবারো বাড়লো ডলারের দাম

Posted on September 26, 2023

অর্থ-বাণিজ্য: দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো বাড়ালো আবারও ডলারের দাম। এবার সবক্ষেত্রেই ৫০ পয়সা করে বাড়িয়েছে তারা। সোমবার (২৫ সেপ্টেম্বর) নতুন এই দর কার্যকর হয়েছে।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ভার্চুয়াল সভায় এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ১১০ টাকায় ডলার কিনে ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রি করতে রাজি হয়েছে সবাই।

নতুন বিনিময় হার অনুযায়ী, কমার্সিয়াল ব্যাংকগুলো থেকে প্রতি ডলারে ১১০ টাকা পাবেন রপ্তানিকারক ও রেমিট্যান্স প্রেরণকারীরা। আর আমদানিকারকদের কাছ থেকে ডলারপ্রতি ১১০ টাকা ৫০ পয়সা নেবে ব্যাংকগুলো।

সভায়,ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা ৫০ পয়সা। গত বছরের জানুয়ারিতে যা ছিল ৮৫ টাকা ৮০ পয়সা।

রেমিট্যান্স ও রপ্তানি আয় প্রত্যাশার চেয়ে কমেছে। সেই তুলনায় আমদানি বিল বেশি হয়েছে। ফলে দেশের রিজার্ভ কমে গেছে। ফলে গত দেড় বছর ধরে টাকার বিপরীতে ডলারের দাম বাড়ছেই।

কর্পোরেট সংবাদ/এএইচ