বিনোদন ডেস্ক : নিজেই নিজের রেকর্ড ভেঙ্গে ইতিহাস গড়েছেন বলিউড বাদশাহ খান শাহরুখ খান। সিনেমা বোদ্ধাদের ভবিষ্যদ্বাণী সত্যি করে ১০০০ কোটির মাইলফলকে পৌঁছল শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমা। আর এ রেকর্ড গড়ার মাধ্যমেই ক্যারিয়ারের সেরা ইতিহাস গড়লেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মুক্তির ১৭তম দিনেই শাহরুখ খান এই অনন্য রেকর্ড গড়েছে। ‘পাঠান’কে পেছনে ফেলে ‘জওয়ান’ই এখন ভারতে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা।
বক্স অফিসের রিপোর্ট বলছে, সম্প্রতি ‘জওয়ান’ সিনেমা ১০০০ কোটির ক্লাবে পৌঁছেছে। শুধু তাই নয়, মুক্তির মাত্র ১৮ দিনেই দর্শকদের কাছ থেকে হাজার কোটি টাকা ঘরে তুলতে পারায় ‘পাঠান’ সিনেমার আরেকটি রেকর্ডও ভেঙে দিয়েছে ‘জওয়ান’ সিনেমাটি।
সমীক্ষা বলছে, ‘পাঠান’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির ২৭ দিনে হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছিল। অন্যদিকে ‘জওয়ান’ সিনেমা তা মাত্র ১৮ দিনেই করে দেখিয়েছে। ১৮ দিন শেষে সিনেমাটির কালেকশন ১ হাজার ৪ কোটি রুপি। তাই সবচেয়ে কম সময়ে ১ হাজার কোটি কালেকশন করা হিন্দি সিনেমার তালিকায় এখন শীর্ষে অবস্থান করছে ‘জওয়ান’।
হাজার কোটির ক্লাবে প্রবেশের সাফল্য ‘জওয়ান’ সিনেমার পাল্লাই শুধু ভারি করেনি। ভারি করেছে শাহরুখ খানের প্রোফাইলও। বলিউড ইন্ডাস্ট্রিতে এখন শাহরুখ খানই একমাত্র তারকা, যিনি মাত্র ৯ মাসের মধ্যে দুটি হাজার কোটির সিনেমা উপহার দিয়েছেন। আর এর মাধ্যমেই বলিউডে নজির গড়া ইতিহাস গড়লেন মেগাস্টার শাহরুখ।
এছাড়া, ‘জওয়ান’ দিয়ে শাহরুখ খান আরও যে সব রেকর্ড গড়ছে, সেই তালিকায় আছে; সিনেমাটি হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি উদ্বোধনী দিনের আয় (৭৫ কোটি রুপি), সবচেয়ে বেশি একক দিনের আয় (৮০ কোটি রুপি) এবং সবচেয়ে বেশি আয়ের উদ্বোধনী সপ্তাহের (৩৮৯ কোটি রুপি) রেকর্ড স্থাপন করেছে। বলিউডের দ্রুতম চলচ্চিত্র হিসেবে ১০০ কোটি, ২০০ কোটি, ৩০০ কোটি, ৪০০ কোটি এবং ৫০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে।
বিশ্বব্যাপী একযোগে বিশ্বের ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। সিনেমাটি নির্মিত হয়েছে ৩০০ কোটি রুপি বাজেটে। এটি শাহরুখের ক্যারিয়ারে সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।
সিনেমাটিতেঅস্ত্র ব্যবসায়ী ভিলেন কালীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। একজন সৎ পুলিশ অফিসার নর্মদার চরিত্রে দেখা গিয়েছে নয়নতারাকে। দীপিকা পাড়ুকোন ক্যামিও করেছেন।
রাজনৈতিক বার্তা দেওয়া ‘জওয়ান’ সমাজের ভুল সংশোধনের জন্য মাথা তোলা একজন ব্যক্তির গল্প। সিনেমা সরকারের উদাসীনতা, দুর্নীতি, কৃষকদের আত্মহত্যা, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, ত্রুটিপূর্ণ সেনাবাহিনীর অস্ত্র এবং আবাসিক এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার মতো বিষয়গুলিকে নিয়ে প্রশ্ন তোলে। যা মনে ধরেছে আমজনতার একাংশের।
আরও পড়ুন:
অশ্লীলতার অভিযোগ, পরীমণির ওয়েব সিরিজ বন্ধে আইনি নোটিশ
‘নায়ক-নায়িকা যদি ঘণ্টার পর ঘণ্টা বসেও থাকে, সমস্যা কোথায়?’ প্রশ্ন সায়ন্তিকার
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভারতে সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা 'জওয়ান' https://corporatesangbad.com/47027/ |