আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের জেরে নয়নতারা (৩৫)কে হত্যা করেছে তার স্বামী। সোমবার রাত ১০ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া কলোনীপাড়ায় ঘটে এ ঘটনা।
নিহত নয়নতারা একই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। ঘটনার পরপরই হত্যাকারী আনোয়ার হোসেন পালিয়ে যায়। এ ঘটনায় তাদের একমাত্র মেয়ে চুয়াডাঙ্গা আদর্শ বালিকা বিদ্যালয়ের ৮শ শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস টুনিকে (১৬) রড দিয়ে মাথায় আঘাত করেছে তার বাবা। আহত টুনিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান লালন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হতো না। তাদের মধ্যে কলহ লেগেই থাকতো। স্বামী-স্ত্রীর কলহের জেরে নয়নতারা বেশ কিছুদিন আগে তার বাবার বাড়ি মেহেরপুরের জতারপুর গ্রামে চলে যায়। সোমবার সন্ধার দিকে নয়নতারা তার বাবার বাড়ি থেকে চুয়াডাঙ্গায় আসেন। রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আনোয়ার হোসেন তার স্ত্রীর ঘরের দরজা খুলতে বলেন। নয়নতারা ঘরের দরজা খুললে দু’জনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে আনোয়ার হোসেন ঘরে থাকা রড দিয়ে তার স্ত্রীর মাথায় এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আনোয়ার হোসেন তার মেয়েকে রড দিয়ে মাথায় আঘাত করে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই হত্যাকারী আনোয়ার হোসেন পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে। নয়নতারার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধিন আছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, রক্তাক্ত অবস্থায় জান্নাতুল ফেরদৌসকে জরুরী বিভাগে নেয়া হয়। তার মাথায় রড দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার মাথায় ক্ষতের সৃষ্টি হয়েছে। তার মাথায় ৭টা সেলাই দিতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেয়া হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গায় স্বামীর রডের আঘাতে প্রাণ গেলো স্ত্রীর https://corporatesangbad.com/47007/ |