শেয়ার ইস্যু করে ১৬৬ কোটি টাকা উত্তোলন করবে সাবমেরিন ক্যাবল

Posted on September 25, 2023

নিজস্ব প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মতিতে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি শেয়ার ইস্যু করে ১৬৬ কোটি টাকা উত্তোলন করতে চায়।

রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সাবমেরিন ক্যাবল শেয়ারবাজারে ২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ইস্যু করবে। ৬৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ৭৫ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি ১৬৬ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি

উত্তোলিত এই অর্থ দিয়ে কোম্পানিটি দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন করবে। তবে নিয়ন্ত্রক সংস্থা এবং শেয়ারহোল্ডারদের সম্মতির পর এই শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।