মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বাক্সের ভেতর থেকে ১দিনের নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় চকরিয়া থানার উপসহকারী পুলিশ পরিদর্শক মানিক কুমারের
নেতৃত্বে চকরিয়া পৌরশহরের বাসটার্মিনাল এলাকার টিভিএস শো রুমের সামনে ফেলে যাওয়া একটি বাক্সের ভিতর থেকে অজ্ঞাত কন্যা শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, ডিএনএ পরীক্ষা করার অজ্ঞাত কন্যা শিশুটির লাশ কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করে দাফনের জন্য লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের নিকটে হস্তান্তর করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় বাক্সের ভেতর থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার https://corporatesangbad.com/46958/ |