শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক বাড়তে দেখা গেছে। তবে এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে জানিয়েছে কোম্পানি দুটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
শ্যামপুর সুগার মিলস লিমিটেড: ডিএসইতে ১৭ সেপ্টেম্বর থেকে টানা ঊর্ধ্বমুখী রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারদর। ১৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ৯২ টাকা । সর্বশেষ গতকাল লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ১১৬ টাকায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ টাকা বা ২৬ দশমিক ০৮ শতাংশ। আলোচ্য সময়ের মধ্যে গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানির মোট ৭০ হাজার ৫৮৬টি শেয়ার লেনদেন হয়েছে।
ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স: ডিএসইতে ১৭ সেপ্টেম্বর থেকে টানা ঊর্ধ্বমুখী রয়েছে ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর। ১৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৫ টাকা ০৩ পঁয়সা। ২১ সেপ্টেম্বর তা বেড়ে দাড়ায় ৬৫ টাকায় । সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ টাকা ৭ পঁয়সা বা ১৭ দশমিক ৫৪ শতাংশ । তবে গতকাল শেয়ার দর কিছুটা কমেছে । গতকাল কোম্পানিটির সর্বশেষ দর ছিলো ৬০ টাকা ৫০ পঁয়সা । আলোচ্য সময়ের মধ্যে গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানির মোট ২২ লাখ ৮৫ হাজার ২৮৬টি শেয়ার লেনদেন হয়েছে।
ইমাম বাটন: ডিএসইতে ৫ সেপ্টেম্বর থেকে টানা ঊর্ধ্বমুখী রয়েছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর। ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১০৩ টাকা ০৫পঁয়সা। গতকাল ২৪ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় ১৩৬ টাকা ৩ পঁয়সায় । সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩২ টাকা ৮ পঁয়সা বা ৩২ দশমিক ১২ শতাংশ । আলোচ্য সময়ের মধ্যে গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানির মোট ৩ লাখ ৪১ হাজার ৮৬১ টি শেয়ার লেনদেন হয়েছে।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কারণ ছাড়াই বাড়ছে তিন কোম্পানির শেয়ার দর https://corporatesangbad.com/46908/ |