গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় শ্রমিক নিহতের গুজবে দুুটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত শ্রমিকরা। এসময় কয়েকটি বাসে তারা ভাংচুর চালায়।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথচারী গার্মেন্টস্ শ্রমিককে ধাক্কা দিলে নিহতের গুজব ছড়িয়ে পড়ে। এসময় উত্তেজিত শ্রমিক মহাসড়ক অবরোধ করে অনাবিল পরিবহনের দুটি বাসে আগুন দেয় এবং কয়েকটি গাড়িতে ভাংচুর করে। তবে শ্রমিক নিহত হওয়ার খবরটি নিশ্চিত করা যায় নি।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন বলেন, বাসের ধাক্কায় আহত শ্রমিককে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার নাম-পরিচয় জানা যায়নি। বাসের ধাক্কায় ওই শ্রমিক নিহতের গুজবে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকরা। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা অনাবিল পরিবহনের দুটি বাসে আগুন দেয় এবং কয়েকটি যানবাহনে ভাংচুর করে মহাসড়কে অবস্থান নেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল আল আরেফিন জানান, উত্তেজিত জনতার দেয়া বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে দুটি বাসে আগুন https://corporatesangbad.com/4685/ |