ট্যানারি স্থানান্তরে গড়িমসি কেন?

Posted on December 6, 2016

সর্বোচ্চ আদালতের রায়, সরকারের আলটিমেটাম, এমনকি চামড়া ব্যবসায়ীদের প্রতিশ্রুতি- কোনো কিছুই কাজে আসছে না। একটি পরিবেশবান্ধব, উন্নততর শিল্প নগরীতে ট্যানারি মালিকরা কেন স্থানান্তরিত হতে চাচ্ছেন না, তা আমাদের বোধগম্য নয়। তারা কি আসলে প্রথা টিকিয়ে রাখতে চাচ্ছেন, নাকি এর পেছনে রয়েছে কোনো বিশেষ স্বার্থচিন্তা? চামড়া শিল্প নগরীতে পরিবেশসম্মতভাবে চামড়া প্রসেস করার ব্যবস্থা রয়েছে। এই ‘ওয়েট ব্লু প্রসেসিং’ হচ্ছে কাঁচা চামড়া লবণজাতের পর তাতে পানি ও কেমিক্যাল মিশিয়ে বিশেষ যন্ত্রের সাহায্যে ঘর্ষণের মাধ্যমে তা লোমমুক্ত করার পদ্ধতি।

এবারের কোরবানির ঈদে চামড়া নিয়ে এক বড় সংকট দেখা দেয়ার আশংকা তৈরি হয়েছে। সরকার যদি হাজারীবাগের ট্যানারিতে চামড়া ঢুকতে না দেয়, তাহলে এর একটি বড় অংশ অন্য দেশে পাচার হয়ে যাওয়ার আশংকা রয়েছে। চামড়া আমাদের একটি বড় রফতানি খাত। এর পাচার দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। সুতরাং শুধু দূষণমুক্ত পরিবেশের স্বার্থেই নয়, অর্থনৈতিক কারণেও ট্যানারি স্থানান্তরের বিষয়টির আশু সুরাহা হওয়া উচিত।