তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিদেশী ভারতীয় মদসহ আটক ১।
শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই/মোঃ কামরুল হোসাইন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলাধীন ৯ নং সাতগাঁও ইউপির আমরাইলছড়া প্রাইমারী স্কুলের দক্ষিনে গুটিবাড়ি পয়েন্টের রাস্তার পশ্চিমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হুগলিয়া ছিমাইলত গ্ৰামের বাসিন্দা মোঃ মুসলিম মিয়ার ছেলে স্বপন ইসলাম সেলিমকে ১২ বোতল বিদেশী ভারতীয় STERLING RESERVE মদসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
এবিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আসামি স্বপনকে দীর্ঘ দিন থেকে আটকের চেষ্টা করা হচ্ছিল। স্বপন মাদক কারবারিদের মুল হোতা বলেও জানান তিনি। তবে আজ আসামিকে ১২ বোতল বিদেশী মদসহ ভারতীয় সীমান্ত এলাকা থেকে আটক করে মামলা দায়ের করা হয় এবং যথাযত পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শ্রীমঙ্গলে পুলিশের খাঁচায় ভারতীয় মদসহ গ্রেপ্তার ১ https://corporatesangbad.com/46696/ |