লেনদেন বন্ধের খবরে সাপ্তাহিক লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং

Posted on September 23, 2023

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২৩.১৬ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৬৬ কোটি ৪০ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ২৮ লাখ টাকা।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.৬০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৭ কোটি ৩ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে ৫ কোটি ৪০ লাখ টাকা।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ১৪.৫০ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।