মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধিঃ মহেশখালী উপজেলার হোয়ানক কালালিয়া কাটা নামক এলাকায় দিনদুপুরে কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে মোকাররম (২৮) নামের এক সিএনজি চালকের ডান হাতের কব্জি কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এই লোমর্হষক হামলার ঘটনা ঘটেছে।
আহত সিএনজি চালককে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন বলে আহতের পারিবারিক সূত্র জানিয়েছে।
মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ড্রাইভার মোকাররমের সাথে চট্টগ্রামে থাকাকালীন হোয়ানক কালালিয়া কাটা এলাকার এক ব্যক্তির সাথে ঝামেলা ছিল। সে ঝামেলার জের ধরে ওই ব্যক্তির ছোট ভাই হোয়ানকের কালালিয়া কাটা এলাকার আবদুর রহমান (প্রকাশ রইক্যা) দুপুরে মোকাররম নামের এ ড্রাইভারের হাত কেটে নিয়েছে। এই ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
ড্রাইভার মোকাররম কালারমারছড়া উত্তর নলবিলা চালিয়াতলীর মোস্তাক আহমদের পুত্র।
জানা যায়, ঘটনার দিন সকাল ১০টার দিকে ভাড়া নিয়ে মোকাররম হোয়ানকে যায় সেখানে দুর্বৃত্তরা তার হাত কেটে নিয়েছে বলে পরে জানতে পারেন তারা। পরিবারের দাবী পরিকল্পিত ভাবে সন্ত্রাসীরা ড্রাইভার মোকাররমের হাত কেটে নিয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মহেশখালীতে সিএনজি চালকের হাতের কব্জি কেটে নিল সন্ত্রাসীরা https://corporatesangbad.com/4662/ |