চট্টগ্রাম প্রতিনিধি: রাইস কুকারের ভেতরে দেড় কোটি টাকার স্বর্ণ এনে শাহ আমানত বিমানবন্দরে কাস্টমসের হাতে ধরা পড়েছে এক যাত্রী।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রাম আসেন মো. আলী নামে ওই যাত্রী। তিনি হাটহাজারী উপজেলার চিকনদন্ডী এলাকার মো. মুসার ছেলে।
কাস্টমস সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টায় শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইট নং- জি ৯৫২৬ এ করে চট্টগ্রাম আসেন। পরে সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করে। সকাল সাড়ে ৯টায় তার ব্যাগেজ কেটে রাইস কুকারের লোহার খাচের ভেতর থেকে ২৪ ক্যারেটের ১ কেজি ৭শ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্যাহ বলেন, জব্দ করা স্বর্ণ ও আটক ব্যক্তির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান আছে।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রাইস কুকারে দেড় কোটি টাকার স্বর্ণ https://corporatesangbad.com/46575/ |