নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলার বড়লেখা এলাকার দুর্ধর্ষ ডাকাতি মামলার প্রধান পলাতক আসামি মোঃ জসিম প্রকাশ (৩৮) কে রাজধানীর শাহজাহানপুর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করছে র্যাব-৩।
আটককৃত ডাকাত দলের প্রধান নেতা মোঃ জসিম প্রকাশ (৩৮) মৌলভীবাজারের কমলগঞ্জ থানাধীন শ্রীপুর এলাকার শ্রাবন প্রকাশ ছাবই মিয়ার ছেলে ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর শাহজাহানপুর থানাধীন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাব-৩ এর সদস্যরা ।
র্যাব জানায়, আসামি মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবৎ লুটপাট, অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক ব্যবসাসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। ডাকাত সর্দার মোঃ জসিম প্রকাশ তার দলের অন্যান্য সহযোগীদের নিয়ে বিভিন্ন এলাকায় ছদ্মবেশে ঘুরে বেড়াত এবং ডাকাতির জন্য রেকী পূর্বক বিভিন্ন বাড়ি টার্গেট করত। পরবর্তীতে তাদের রেকীর টার্গেট অনুযায়ী ধৃত জসিম উক্ত দলের অন্যান্য সহযোগীদের একত্র করে টার্গেটকৃত বাড়িগুলোতে ডাকাতির জন্য গোপনে প্রস্তুতি গ্রহণ করত। এরপর পরিকল্পনা অনুযায়ী সময় সুযোগবুঝে টার্গেটকৃত বাড়িতে বিদেশি পিস্তল এবং বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে ডাকাতি করত। আটককৃত আসামি ডাকাত গ্রুপের সর্দার এবং তার নামে মৌলভীবাজার জেলার মোগলা থানায় একাধিক ডাকাতি এবং ডাকাতি প্রস্তুতি মামলা রয়েছে। উক্ত মামলার পর থেকে সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে পুনরায় অপরাধমূলক কর্মকান্ড করে আসছে।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মৌলভীবাজারের ডাকাত দলের সর্দার ঢাকা থেকে গ্রেফতার https://corporatesangbad.com/46573/ |