আজও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সঙ্কা

Posted on September 22, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অনেক জায়গায় আজও ভারী বর্ষণ হওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ও আগামীকাল (শুক্র-শনিবার) সারাদেশে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেশের উত্তরাঞ্চল রংপুর এবং রাজশাহী ও ময়মনসিংহে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি। এছাড়া ঢাকা বিভাগেরও ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। এছাড়া শনিবারের পর কমতে পারে বৃষ্টি।

এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা ৬ ঘণ্টার বৃষ্টিতে ডুবল রাজধানী ঢাকা। এতে জলাবদ্ধতা ও যানজটে অচল হয়ে পড়ে গোটা শহর। এক ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগে ৩ থেকে ৪ ঘণ্টা। মিরপুরে সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেছে ৪ জনের।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১১৩ মিলিমিটার।

কর্পোরেট সংবাদ/এএইচ