কর্পোরেট ডেস্ক: জনাব মো. আকিকুর রহমান সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭০৭ তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন।
জনাব মোঃ আকিকুর রহমান ১৯৪৫ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সোনারপাড়া, নবারুনের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম মো: আজিজুর রহমান এবং মাতা মরহুমা নজিবুন্নেছা। দেশের অন্যতম সফল ব্যবসায়ী জনাব মোঃ আকিকুর রহমান সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত আছেন। তিনি আর এ আর হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান ও ইন্টারন্যাশানাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, গাজীপুর এর ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন। জনাব মোঃ আকিকুর রহমান যুক্তরাজ্যের আর এ আর ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া যুক্তরাজ্যের ডর্কিং মুসলিম কমিউনিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আকিকুর রহমান https://corporatesangbad.com/46518/ |