ব্যবহৃত পুরাতন মেশিন বেঁচবে মেট্রো স্পিনিং

Posted on September 21, 2023

নিজস্ব প্রতিবেদক: কোম্পানির উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন পুরাতন মেশিন বিক্রয় করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং মিলস লিমিটেড । ‍বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের এই কোম্পানি ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানির উৎপাদন কাজে ব্যবহৃত উৎপাদন সেড ও বিল্ডিং, ব্লো-রুম, কাডিং, ড্রয়িং, সিমপ্লেক্স, রিং, জেনারেটর, বৈদ্যুতিক সাব-স্টেশন যেখানে যে অবস্থায় রয়েছে সে অবস্থায় বিক্রয় করা হবে ।

আগ্রহী ক্রেতাদের নিম্নক্ত ঠিকানায় সত্তর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ।

যোগাযোগ:-

মো: ছালাউদ্দিন

উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন ও উৎপাদন)

মোবাইল নং- 01984444010