কর্পোরেট ডেস্ক: দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো ইংরেজী মাধ্যম স্কুলে ১৫ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী শ্রেষ্ঠ ১০০ জন শিক্ষকদের স্বীকৃতি স্বরুপ “শিক্ষায় শ্রেষ্ঠত্ব” পুরস্কার প্রদান করা হয়।
বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকার রেনেসাঁ হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম এফসিএমএ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (এমপি)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম ইমরান ইকবাল এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মানিত কিউরেটর ও সাবেক শিক্ষা সচিবন জরুল ইসলাম খান।
প্রিমিয়ার ব্যাংক “শিক্ষায় শ্রেষ্ঠত্ব” - স্বীকৃতি ও পুরষ্কার অনুষ্ঠানে বিভিন্ন ইংরেজী মাধ্যম স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, ব্যাংকের উর্ধতন কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইংরেজী মাধ্যম স্কুলের শিক্ষকদের সম্মাননা জানালো প্রিমিয়ার ব্যাংক https://corporatesangbad.com/46489/ |