কর্পোরেট ডেস্ক : বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি’র (বেজা) নির্দেশনায় মিরসরাই ইকোনমিক জোনে (এমইজেড) অবস্থিত ৩য় ম্যানুফ্যাকচারিং ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
মিরসরাই ইউনিটে প্রাথমিক পর্যায়ে ম্যারিকো’র ভ্যালু অ্যাডেড হেয়ার অয়েল (ভাহো) পণ্যসমূহ উৎপাদন হবে, যার জন্য ২২০ কোটি টাকার বিশাল বিনিয়োগ নিয়ে বিভিন্ন ধাপে ব্যয়ের পরিকল্পনা করেছে ম্যারিকো। ইউনিটটি নতুন অর্থনৈতিক সুযোগের সূচনা করেছে, ফলে এমইজেড সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন চাকরি সুযোগ তৈরি হয়েছে।
ম্যারিকো বাংলাদেশ-এর ৯৯% পণ্যই স্থানীয়ভাবে প্রস্তুতকৃত এবং ম্যারিকো ‘মেইড ইন বাংলাদেশ’-এর প্রতিনিধিত্বকারী একটি গর্বিত প্রতিষ্ঠান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মিরসরাই ইউনিটে উৎপাদন কার্যক্রম শুরু করলো ম্যারিকো বাংলাদেশ https://corporatesangbad.com/46453/ |