ব্লক মার্কেটে আজকের লেনদেন

Posted on January 10, 2023

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টির দর বেড়েছে,৯৮টির দর কমেছে, ১৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৫৯টি কোম্পানি শেয়ার লেনদেন করেছে। কোম্পানিগুলোর ১ কোটি ৪২ লাখ ১৯ হাজার ৩৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৪৮ কোটি ৭২ লাখ ৪৯ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১০ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ২০ লাখ ৯৭ হাজার টাকার। ফলে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক। এদিন কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৪ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকার। আর গ্রামীণফোন ৪ কোটি ৪৮ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনেদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকমের ১ কোটি ২৭ লাখ, ব্যাংক এশিয়া ৩ কোটি ৬৪ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ৭৯ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং ১ কোটি ২৬ লাখ, আইপিডিসি ফিন্যান্স ৩ কোটি ৯৯ লাখ, লাফার্জ হোলসিম ১ কোটি ৯৭ লাখ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৫২ লাখ ও স্কয়ার ফার্মা ৩ কোটি ১ লাখ টাকার।