এক্সিম ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রয় সম্পন্ন

Posted on September 21, 2023

শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অফ বাংলাদেশ লিমিটেডের এক উদ্যোক্তা শেয়ার পূর্ব ঘোষনা অনুযায়ী তার ধারনকৃত শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির উদ্যোক্তা জুবায়ের কবির তার কাছে থাকা এক্সিম ব্যাংকের ৭০ লাখ ৩২ হাজার ৬০০টি শেয়ারের মধ্যে সাড়ে ৭ লাখ শেয়ার বর্তমান বাজার দরে বিক্রি করেছেন। এর আগে ২৩ আগস্ট তিনি শেয়ার বিক্রয়ের ঘোষণা দেন।

কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৪৪ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৩৩৪ টি । এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের রয়েছে ৩২ দশমিক ৬১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ২৮ দশমিক ৯১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীরর ০ দশমিক ৯০ শতাংশ এবং বাকি ৩৭ দমমিক ৫৮ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগকারীদের হাতে ।

কোম্পানিটি সর্বশেষ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো । আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৭ পঁয়সা । একই সময়ে আগের বছর ইপিএস ছিলো ১ টাকা ৪৯ পঁয়সা । ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল দাঁড়িয়েছে ২২ টাকা ২ পঁয়সায় । যা একই সময় আগের ছিলো ২১ টাকা ৭২ পঁয়সা ।

কোম্পানিটি গত একবছরে সর্বনিম্ন ১০ টাকা ৪০ পঁয়সা থেকে সর্বোচ্চ ১০ টাকা ৯০ পঁয়সায় লেনদেন করেছে ।