নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য দুই ট্রেক হোল্ডারকে স্টক ব্রোকার এবং স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ প্রদান করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান দুইটি হলো: ম্যাট্রিক্স সিকিউরিটিজ এবং বি.জে সিকিউরিটিজ।
জানা গেছে, প্রতিষ্ঠান দুইটির মধ্যে ম্যাট্রিক্স সিকিউরিটিজকে স্টক ব্রেকার ও স্টক ডিলার সনদ এবং বি.জে সিকিউরিটিজকে স্টক ব্রোকার সনদ প্রদান করা হয়েছে।
ম্যাট্রিক্স সিকিউরিটিজের স্টক ব্রোকার রেজিষ্ট্রেশন সনদ হচ্ছে : রেজি-৩.১/ডিএসই-৩০৪/২০২২/৬৫৬ এবং স্টক ডিলার রেজিষ্ট্রেশন সনদ হচ্ছে : রেজি-৩.১/ডিএসই-৩০৪/২০২২/৬৫৭। ম্যাট্রিক্স সিকিউরিটিজকে গত ২৮ নভেম্বর এই সনদ প্রদান করা হয়েছে। ম্যাট্রিক্স সিকিউরিটিজের স্টক ব্রোকার এবং ডিলার ট্রেডিং কোড হচ্ছে : MAT এবং DLRMAT.
বি.জে সিকিউরিটিজের স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সার্টিফিকের নম্বর হচ্ছে : রেজি- ৩.১/ডিএসই-২৮২/২০২৩/৬৭৩। গত ৩০ মে কোম্পানিটিকে এই সনদ প্রদান করা হয়েছে। বি.জে সিকিউরিটিজের ট্রেডিং কোড হচ্ছে : DLRBJS.
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
স্টক ব্রোকার-ডিলার সনদ পেলো ২ প্রতিষ্ঠান https://corporatesangbad.com/46346/ |