তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদরে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় চক্রের প্রস্তুতকারী এক সদস্যকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড় উজিরপুর গ্রামের মৃত বানেস্বর সরকারের ছেলে কারিন্দ্র সরকার (৪৫)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সিলেট জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মৌলভীবাজারে জাল নোটসহ আটক ১ https://corporatesangbad.com/46325/ |