আরিফ হাসান, স্টাফ রিপোর্টার: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর ও লেনদেন আকস্মিকভাবে অস্বাভাবিক হারে বেড়েই চলেছে । এই দর বৃদ্ধিকে সন্দেহজনক ও অস্বাভাবিক মনে করে কোম্পানিটির কাছে কারন জানতে চেয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই ) । মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর) ডিএসইর জবাবে দর বৃদ্ধির পেছনে কোন প্রকার মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে বিমা খাতের এই কোম্পানি ।
কর্পোরেট সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে গত এক বছর আগেও (২১ সেপ্টেম্বর ২০২২) ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার ৩৮ টাকা ৯ পঁয়সা দরে লেনদেন হয়েছে । সেই শেয়ারদর কোন কারন ছাড়াই এক বছরের ব্যবধানে (১৯ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত) বেড়েছ ৭৬ টাকা বা ১৯৫ শতাংশ । ১ মসে বেড়েছে ৫২ টাকা ৮ পঁয়সা । অর্থাৎ ৮৫ শতাংশ । এছাড়া শুধু মাত্র ৯ দিনের ব্যবধানে বেড়েছে ৪৪ টাকা ২ পঁয়সা বা ৬২ শতাংশ ।
দর বৃদ্ধির কারন জানতে চাইলে প্রতিষ্ঠানটির কোম্পানি সেক্রেটারি এস.এম শহিদুল্লাহ কর্পোরেট সংবাদকে বলেন ‘‘ হঠাৎ এই দর বৃদ্ধি কেন হচ্ছে তা আমাদের জানা নেই । আমাদের এমন কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই যার প্রভাবে বাজারে শেয়ার দর বাড়তে পারে । আমাদের জানা নেই কি কারনে শেয়ারটির এতো আগ্রহ বেড়েছে । আমার মনে হচ্ছে বাজারে কোন একটি চক্র গুজব ছড়িয়ে গ্যাম্বলিং করার চেষ্টা করছে ।’’
সেই সাথে বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে সতর্কতার সাথে লেনদেনের পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটির কোম্পানি সেক্রেটারি এস.এম শহিদুল্লাহ ।
শুধু ক্রিস্টাল ইন্স্যুরেন্স নয় বেশ কিছু দূর্বল কোম্পানির হঠাৎ দর বেড়েই চলছে । বাজার বিশ্লেষকরা মনে করছেন কোন একটা মহল বাজারে গুজব ছড়িয়ে শেয়ার দর বাড়িয়ে টাকা হাতিয়ে নিচ্ছে । সেই সাথে কিছু কোম্পানির অভ্যন্তরীন যোগসাজেস থাকতে পারে বলেও ধারনা করছেন তারা । তাই নিজেদের পুঁজি রক্ষার্থে বিনিয়োগকারীদের গুজবে কান দেওয়ার পরামর্শ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা ।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-জুন) ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩০ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৪৮ পয়সা বা ৩৬ দশমিক ৯২ শতাংশ। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৫ পয়সা।
সর্বশেষ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে কোম্পানিটি । আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৭২ পঁয়সা । যা একই সময় আগের বছর ইপিএস ছিলো ২ টাকা ৮৩ পঁয়সা । আলোচ্য বছরে কোম্পানির নিট সম্পদ মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকা ৩১ পঁয়সায় । যা একই সময় আগের বছর ছিলো ২২ টাকা ৮০ পঁয়সা । ২০২০ এবং ২০২১ সালে বিনিয়োগকারীদের ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছিলো এই কোম্পানি ।
২০২০ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধনের পরিমান ১০০ কোটি টাকা । কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা । রিজার্ভ রয়েছে ৫৭ কোটি ২৪ লাখ টাকা ।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি । এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের ধারনকৃত শেয়ার ৫২ দশমিক ৬৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ১৫ দশমিক ৪ শতাংশ, বিদেশি ০ দশমিক ২ শতাংশ এবং বাকি ৩২ দশমিক ৩০ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগকারীদের হাতে ।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গুজবে বাড়ছে দর, কারণ জানেনা ক্রিস্টাল ইন্স্যুরেন্স https://corporatesangbad.com/46268/ |