২ কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য নেই

Posted on September 20, 2023

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানি দুটি এমনটিই জানায় ডিএসইকে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল ১৯ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ২৯ আগস্ট ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৩৮ টাকা ৩০ পয়সা। আর ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৫৫ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়।

একই সময়ে কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার গত জুন ৩১ টাকা ছিল। আর ১৯ আগস্ট ৪১ টাকা ১০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।