অনলাইন ডেস্ক: বিয়ে মানেই নানা আয়োজন। এর মধ্যে আনন্দের একটি বিষয় হলো কনের বাড়িতে বড়পক্ষ এলে তাদের গেটে আটকে রেখে টাকা নেওয়া। ঠিক সেভাবেই বরযাত্রী আসছে এমন খবরে কনেপক্ষের লোকজন গেটে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছিলেন। তবে বরযাত্রীরা গেটে পৌঁছানোর পরই দেখা দেয় বিপত্তি। কাকে আটকাবেন তারা? বিয়ে একজনের কিন্তু কনের বাড়িতে বর সেজে হাজির হয়েছেন যে ৭০ জন!
শুক্রবার (৬ জানুয়ারি) এ ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সদর উপজেলার ধলাগাঁও এলাকায়। তবে এ ঘটনায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি, বরং বিষয়টি বেশ আলোড়নই সৃষ্টি করেছে।
জানা গেছে, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকার তারেক আজিজ রাজনের সঙ্গে সদর উপজেলার ধলাগাঁও এলাকার আমেনা আক্তার স্বর্ণালীর বিয়ের আয়োজনকে স্মরণীয় করতেই এমন কাণ্ড ঘটিয়েছে বরের বন্ধুরা।
বন্ধুর বিয়ের বরযাত্রী হিসেবে একই রকমের শেরওয়ানি-পাগড়ি পরে বর সেজে মোটরাসাইকেলের বহর নিয়ে কনের বাড়িতে হাজির হন ৭০ জন। গেট আটকে দাঁড়িয়ে থাকা কনেপক্ষ তাদের দেখে প্রথমে বিপাকে পড়েছিল। এক বরযাত্রীতে এত বর দেখে অবাক হন কনেপক্ষের অতিথিরাও।
পরে অবশ্য বিষয়টি বুঝতে পেরে সেখানে সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। নতুন জীবনে সবার কাছে দোয়া চেয়েছেন নব দম্পতি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মুন্সীগঞ্জে বিয়েবাড়িতে বরের বেশে এলেন ৭০ জন https://corporatesangbad.com/4625/ |