ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম ৯৪ ডলার

Posted on September 19, 2023

অর্থ-বাণিজ্য ডেস্ক : বৈশ্বিক বাজারে অব্যাহতভাবে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। চলতি বছর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি দাম ৯৪ ডলার ছুঁয়েছে। খবর রয়টার্স।

ওপেক প্লাস জোট উত্তোলন কমানোয় সরবরাহ সংকট দেখা দিয়েছে বাজারে। জোটটি চলতি বছরের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে বাজার উর্ধ্বমুখী হয়ে উঠেছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বলছে, চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের ঘাটতি প্রকট আকার ধারণ করতে পারে। বিশেষ করে সৌদি আরব ও রাশিয়া অতিরিক্ত উত্তোলন কমানোয় বাজারে সরবরাহ ঘাটতি প্রকট আকার ধারণ করেছে।

আইসিই ফিউচারসে সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৫২ সেন্ট বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৯৪ ডলার ৪৫ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৬৬ সেন্ট বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৯১ ডলার ৪৩ সেন্টে।

আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ও ডব্লিউটিআইর দর তিন সপ্তাহ ধরেই উর্ধ্বমুখী। গত নভেম্বরের পর সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড এটি।