হিলিতে জিরার দাম কেজিতে ৮০ টাকা বেড়েছে

Posted on September 19, 2023

অর্থ-বাণিজ্য ডেস্ক : দিনাজপুরের হিলি স্থলবন্দরে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৮০ টাকা করে বেড়েছে জিরার দাম। এদিকে আমদানি শুল্ক বাড়ার কারণে আমদানি কমায় দাম বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের।

হিলি বাজারে দেখা গেছে, সব দোকানেই জিরার যথেষ্ট সরবরাহ আছে। গত সপ্তাহে যে জিরা ১ হাজার ২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল বর্তমানে তা ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, আগস্টে ২১টি ট্রাকে ৬০৩ টন জিরা আমদানি হয়েছে। জুলাইয়ে আমদানির পরিমাণ ছিল ২ হাজার ৬৫৩ টন। এছাড়া জানুয়ারিতে ৩৯টি ট্রাকে ১ হাজার ৫৭ টন, ফেব্রুয়ারিতে ৪৬টি ট্রাকে ১ হাজার ২৩৭, মার্চে ১৫৬টি ট্রাকে ৪ হাজার ২৭৬, এপ্রিলে ৮৫টি ট্রাকে ২ হাজার ৩৯১, মে মাসে ৬৫টি ট্রাকে ১ হাজার ৮২৯ এবং জুনে ৭৭টি ট্রাকে ২ হাজার ১৯০ টন জিরা আমদানি হয়েছিল।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘‌এ বন্দর দিয়ে জিরা আমদানি অনেকটাই কমেছে। আগে গড়ে প্রতিদিন দু-তিন ট্রাক করে জিরা আমদানি হতো। এখন সপ্তাহে চার-পাঁচ ট্রাক আমদানি হচ্ছে। বন্দর দিয়ে আমদানি কমায় সরকারের যেমন রাজস্ব আহরণ কমেছে, তেমনি বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন আয়ও কমছে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘‌কেউ যেন অহেতুক কোনো পণ্যের দাম বাড়াতে না পারে, সেজন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত বাজারগুলোয় অভিযান পরিচালনা করা হচ্ছে।’