২১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

Posted on September 18, 2023

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শিপন আহমদ ছয়েফ'কে ২১ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। শিপন উপজেলার মুদৎপুর গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে।

রোববার (১৭ সেপ্টেম্বর ) বিকেলে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০২ সালে উপজেলার মুদৎপুর গ্রামের বেলাল আহমদ হত্যা মামলায় আদালত শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিন'কে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। রায়ের পর থেকে শিপন আহমদ পলাতক ছিলেন।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এএসআই আবু তালেবের নেতৃত্বে এএসআই আব্দুর রহিম সহ পুলিশের একটি দল ঢাকার আশুলিয়া এলাকায় এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) সহায়তায় অভিযান চালিয়ে শিপন আহমদকে গ্রেপ্তার করেন।

বড়লেখার ওসি ইয়ারদৌস হাসান বলেন, একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামীকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ