আমিরাতে ইসরায়েলের পর্যটক বেড়েই চলেছে

Posted on September 17, 2023

আন্তর্জাতিক ডেস্ক : ৩ বছর আগে সম্পর্ক স্বাভাবিক করতে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, যা আবরাহাম চুক্তি নামে পরিচিত। এরপর ১০ লাখের বেশি ইসরায়েলি পর্যটক আমিরাত ভ্রমণ করেছে।

ইসরায়েলে অবস্থিত আমিরাতের দূতাবাসের প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত তিন বছরে ফ্লাইটের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতে বোঝা যাচ্ছে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে।

২০২০ সালের সেপ্টেম্বরে আমিরাত ও ইসরায়েলে মধ্যে আবরাহাম চুক্তি হয়। এর মধ্যে দিয়ে দেশ দুইটির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের সূচনা হয়। সময়ের ধারাবাহিকতায় তাদের মধ্যে প্রযুক্তিসহ আরও বেশ কিছু বিষয়ে চুক্তি হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে কম্প্রিহেনসিভ অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিও (সিপা) সই করেছে। এটি একটি উপসাগরীয় দেশের সঙ্গে ইসরায়েলের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি।

দূতাবাসের প্রকাশিত তথ্যে আরও দেখা গেছে, গত তিন বছরে দেশ দুইটির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দাঁড়িয়েছে ৫.৬ বিলিয়ন ডলারে।

এদিকে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন একজন নারী। সম্প্রতি দেশটির কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে উল্লেখযোগ্য হারে।