তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ পালিত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, নারী আসনে সংসদ সৈয়দা জহুর আলাউদ্দিন, পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে। বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান, মুত্তিযোদ্ধা মোহাম্মদ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি, পৌরসভার কাউন্সিলর, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মৌলভীবাজারে "জাতীয় স্থানীয় সরকার দিবস" পালিত https://corporatesangbad.com/45939/ |