লাফার্জহোলসিম কে ন্যায্য মূল্যে গ্যাস সরবরাহ করবে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন

Posted on September 17, 2023

শেয়ারবাজার ডেস্ক: লাফার্জহোলসিমের পরিচালনা পর্ষদ জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাথে সালিশি ট্রাইবুনালের রায় সংক্রান্ত একটি রেজুলেশন পাশ করেছে। কোম্পানিটি গত ১৫ সেপ্টেম্বর এই রেজুলেশন পাশ করে। রায় অনুযায়ী কোম্পানিটিতে ন্যায্য মূল্যে গ্যাস সরবরাহ করবে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি গত ১৫ সেপ্টেম্বর তাদের পক্ষে রায়টি পেয়েছে।

উল্লেখিত আরবিট্রেশন কার‌যক্রম অনুযায়ী, লাফার্জহোলসিম দাবি করছে যে জালালাবাদ গ্যাসের সাথে জুক্তি অনুযায়ী তারা গ্যাস সরবরাহের জন্য সিলিং প্রাইস (সর্বোচ্চ মূল্য) পরিশোধ করেছে।

জালালাবাদ গ্যাস দাবি করছে যে তারা সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সরবরাহ করবে।

সালিশি ট্রাইবুনালের আদেশ অনুযায়ী, সিলিং প্রাইস একটি বৈধ মূল্য গ্যাসের। কোম্পানিটির জালালাবাদ গ্যাসকে বেশি মূল্য পরিশোধ করার কোনো বাধ্যবাধকতা নেই।

আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী, লাফার্জহোলসিম জালালাবাদ গ্যাসকে গ্যাস সরবরাহের জন্য যে অতিরিক্ত অর্থ দিয়েছে, তা ফেরত দিতে হবে।

কর্পোরেট সংবাদ/এএইচ