আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে একটি প্রশিক্ষণরত সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মাটিতে থাকা একটি গাড়ির ওপর আছড়ে পড়েছে। এতে পাঁচ বছরের একটি মেয়ে শিশু মারা গেছে। খবর বিবিসি
ভিডিওতে দেখা গেছে, বিমানটি তুরিন বিমানবন্দর এলাকায় বিধ্বস্ত হয়, বিধ্বস্ত হওয়ার পরই বিমাটিতে আগুন ধরে যায়। তবে বিমান থেকে পাইলট বেরিয়ে আসতে পেরেছেন।
গাড়ির ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৯ বছরের মেয়ে শিশুটির ভাই গুরুত্বর আহত হয়েছে এবং তার বাবার শরীরও পুড়ে গেছে।
উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি বলেছেন, দুর্ঘটনাটি একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’।
ধারন করা ভিডিওতে দেখা গেছে, তুরিন বিমানবন্দর থেকে ৯টি বিমান উড্ডয়ন করে। এরপরই একটি বিমান বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে।
ইতালির স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানটি উড্ডয়নের পরই এর ইঞ্জিনের ভেতর পাখি ঢুকে যায়। ফলে এটিকে অবতরণ করানো সম্ভব হয়নি।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু https://corporatesangbad.com/45851/ |