বিনোদন ডেস্ক : মুক্তির আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কাঠগোলাপ’ সিনেমাটি অংশ নিচ্ছে। সিনেমাটির প্রযোজক মো. ফরমান আলী জানিয়েছেন এবার চেন্নাইয়ের ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ কাঠগোলাপের ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
প্রযোজক মো. ফরমান আলী জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) ‘কাঠগোলাপ’ সিনেমাটি ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হবে।
সিনেমাটির প্রধান ৪টি চরিত্রে অভিনয় করেছেন—চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা এবং দিলরুবা দোয়েল। অন্যান্য চরিত্র রূপ দান করেছেন একে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ।
অপূর্ণ রুবেলের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে এটি। চিত্রগ্রহণে ছিলেন নাহিয়ান বেলাল।
এর আগে ভারতের দিল্লিতে ১১তম জাগরণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
‘কাঠগোলাপ’ এবার চেন্নাইয়ের শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে https://corporatesangbad.com/45842/ |