ত্রিপুরা দিয়ে বাংলাদেশে রপ্তানি বাড়াতে চায় ভারত

Posted on September 16, 2023

অর্থ-বাণিজ্য ডেস্ক: প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সৃষ্টি করে ত্রিপুরা দিয়ে বাংলাদেশে রপ্তানিকরা পণ্যের সংখ্যা বাড়াতে পদক্ষেপ নিচ্ছে ভারত। বাংলাদেশের সঙ্গে সীমান্তঘেঁষা এ রাজ্য থেকে রপ্তানি বাড়াতে বলেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল।

সম্প্রতি ত্রিপুরায় দুদিনের সফরে গিয়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে দেখা করে তিনি এ পদক্ষেপ নিতে বলেন।ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, অনুপ্রিয়া প্যাটেল এদিন সিপাহিজালার জেলা ম্যাজিস্ট্রেট বিশাল কুমার ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশে উন্নয়ন প্রকল্প ও রপ্তানির সম্ভাবনা পর্যালোচনার বিষয়ে বৈঠক করেন। বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে বিশাল কুমার বলেন, ‘উন্নয়ন প্রকল্প ও রপ্তানি-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি করে প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উপর জোর দিয়েছেন প্রতিমন্ত্রী।’  
  
এছাড়া ওই বৈঠকে রাবারের মূল্য সংযোজন করার বিষয়েও জোর দিয়েছেন অনুপ্রিয়া। কেননা উত্তর-পূর্ব রাজ্যে প্রাকৃতিক রাবারের প্রচুর সম্পদ রয়েছে। 

কর্পোরেট সংবাদ/এএইচ