বেলকুচিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু

Posted on September 16, 2023

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিহাব মোল্লা (১৫) নামের এক নবম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর') সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিহাব বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কে, সি সালদাইড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও সালদাইড় উত্তর পাড়া গ্রামের শরিফুল মোল্লার ছেলে।

স্থানীয় সুত্রে জানাযায়, বেশকিছু দিন ধরে শিহাব জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয় ধাতব্য চিকিৎসায় থেকে চিকিৎসা নিলেও তার জ্বর কমেনি। পরে চিকিৎসকের পরামর্শ নিলে ডাক্তার তার ডেঙ্গু পরীক্ষা করাতে বলেন। পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ পায়'। অবস্থার বেগতিক হলে তাকে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটলা জেনারেল হসপিটালে ভর্তি করানো হয়। চিকিৎসাধিন আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনা সত্যতা নিশ্চিত করে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন জানান, কয়েকদিন হলো জ্বর ছিল শিহাবের। আজ সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।