৮৪ কোটি টাকার শেয়ার লেনদেন মেঘনা লাইফের

Posted on September 16, 2023

শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে পুঁজিবাজারে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮৪ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে কোম্পানিটি লেনদেনের তালিকায় দুইয়ে উঠে এসেছে। এ সময়ে কোম্পানিটির ১ কোটি ২ লাখ ৯৮ হাজার ১টি শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

চলতি ২০২৩ হিসাব বছরের জুন শেষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল ৯৮ কোটি ৩৮ লাখ ২০ হাজার টাকা কমেছে। ২০২৩ সালের জুন শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭১৭ কোটি ৯০ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ১ হাজার ৮১৬ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সর্বমোট ৩০ শতাংশ লভ্যাংশ দেয় কোম্পানিটি। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। এর আগের হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল মেঘনা লাইফ।

কর্পোরেট সংবাদ/এএইচ