লিগ্যাসি ফুটওয়্যারের লেনদেন তদন্তের নির্দেশ বিএসইসি’র

Posted on September 14, 2023

শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত চাঁমড়া শিল্প খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের লেনদেনের উপর তদন্তের নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

বৃহস্পতিবার নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয় ।

আরো পড়ুন: বিনিয়োগকারীদের আগ্রহের কারন জানেনা ফু-ওয়াং ফুড

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিটির শেয়ারের দর ১৯ মার্চ ২০২৩ তারিখে ৪২.৩০ টাকা ছিল যা বৃদ্ধি পেয়ে ৬ আগস্ট ২০২৩ তারিখে ১৩৬.৫০ টাকা হয়েছে। শেয়ার মূল্যের অস্বাভাবিক গতিবিধির জন্য উক্ত কোম্পানিটির ১৯ মার্চ ২০২৩ তারিখ হতে পরবর্তী সময়ের জন্য লেনদেন (Trading) এর উপর তদন্তের নির্দেশনা দিয়ে ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সার্ভেইল্যান্স বিভাগ থেকে পত্র মারফত ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ