দর বৃদ্ধিতে বীমা খাতের আধিপত্য

Posted on September 14, 2023

শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে আধিপত্য বিস্তার করেছে বীমা খাতের কোম্পানি। আজ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৮টি ই বীমা কোম্পানি। আজ দর বৃদ্ধির শীর্ষে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন: বিনিয়োগকারীদের আগ্রহের কারন জানেনা ফু-ওয়াং ফুড

বৃহস্পতিবার শেয়ারটির দর ৬ টাকা ২০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৯৩০ বারে ২৪ লাখ ৭৭ হাজার ৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৫২ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা বা ৯.৯৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৯৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ৫ টাকা ৫০ পয়সা বা ৯.৯১ শতাংশ দর বেড়েছে।

এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও ই্উনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

কর্পোরেট সংবাদ/এএইচ