বাবুগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুরে ছাই

Posted on September 14, 2023

বরিশাল প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে অগ্নিকান্ডে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সাড়ে ৮ টার দিকে খবর পেয়ে ৮ টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। দুটি ইউনিটের প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। অগ্নিকাণ্ডে প্রায় ২-৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দশ লক্ষাধীক টাকার সম্পদ রক্ষা করতে সক্ষম হয়েছি।

ভূক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর এলাকায় গ্রামের শহিদুল ইসলাম মুন্সির বসত ঘরে আগুনের সূত্রপাত ঘটে। সেখানে আগুন মূহুর্তের মধ্যে ছড়িয়ে পরে।

খবর পেয়ে বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘন্টার চেষ্টা চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু এর আগেই কাঠের বসতঘরটি পুরে ছাই হয়ে যায়।

ঘরের মালিক কাউন্টার ব্যবসায়ী শহিদুল ইসলাম মুন্সি বলেন, আমার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। এর আগে আমার বড় ভাই চান মুন্সির ঘরে ও ছোট ভাই রেজিবি মুন্সির ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। বার বার এই অগ্নিকাণ্ডের ঘটনা এমনিতে হতে পারে না। চক্রটি এমন সময় বেছে নেয় যখন ঘরে কেউ থাকে না।