বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের সময় বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৩ কেজি ৩৫৩ গ্রাম স্বর্ণ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে স্বর্ণের চোরাচালানটি আটক করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি। সীমান্তের ইছামতি নদীর পাড়ে কাঁদার মধ্যে স্বর্ণের বারগুলো পলিথিনের ব্যাগের ভিতর কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় লুকায়িত ছিল।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের কামারবাড়ী নামক স্থানে ইছামতি নদীর পাড়ে কাঁদার মধ্যে তিনটি বড় ও তিনটি ছোট মোট ছয়টি স্বর্ণের বার পলিথিনের ব্যাগের ভিতর কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় লুকায়িত আছে। ওই স্বর্ণের বারগুলো বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে লুকায়িত অবস্থায় মাটিতে পুতে রাখা হয়েছিল।
টালিয়নের অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই স্থানে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ওজন ৩ কেজি ৩৫৩ গ্রাম। যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৬০ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ২০ জন আসামীসহ ৪৯ কেজি ৭২৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য ৩৫ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ৪৯৮ টাকা।
আরও পড়ুন:
শ্যামলীর এন আর ট্রাভেলস থেকে ৩০ স্বর্ণের বার উদ্ধার, চালক-সুপারভাইজার আটক
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কাঁদার মধ্যে লুকিয়ে রাখা ৩ কেজি ৩৫৩ গ্রাম স্বর্ণ উদ্ধার https://corporatesangbad.com/4564/ |