হিলিতে রসুনের দাম কমেছে কেজিতে ৪০ টাকা

Posted on September 14, 2023

অর্থ-বাণিজ্য ডেস্ক : টানা বাড়তির দিকে থাকার পর অবশেষে কমতে শুরু করেছে রসুনের দাম। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশী রসুনের দাম কমেছে কেজিতে ৪০ টাকা করে।

হিলি বাজারে দেখা গেছে, সব দোকানেই রসুনের বেশ ভালো সরবরাহ আছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি দেশী রসুন ২৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে প্রকারভেদে ২০০-২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়তি থাকায় দাম খানিকটা কমতির দিকে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘‌বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমরা নিয়মিত জেলার বিভিন্ন বাজার মনিটরিং করছি।’