নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টির দর বেড়েছে,৯৮টির দর কমেছে, ১৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১০ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার টাকার।
ওরিয়ন ফার্মা ২৮ কোটি ৮৩ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর বসুন্ধরা পেপার মিলস ২৩ কোটি ৩৫ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, জেএমআই হসপিটাল, ইন্ট্রাকো রিফুয়েলিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সী পাল বীচ, ওরিয়ন ইনফিউশন এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন https://corporatesangbad.com/4562/ |