বিআইসিএম লাইসেন্সড মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে

Posted on September 14, 2023

নিজস্ব প্রতিবেদক : প্রফেশনাল মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট গড়ার লক্ষ্যে “লাইসেন্সড মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট প্রোগ্রাম” শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিআইসিএমের মাল্টিপারপাস হলে “মিট দ্য প্রেস” অনুষ্ঠিত হয়েছে।

এসময় কোর্সটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার। তিনি বলেন, প্রোগ্রামটি ৩০ ঘন্টার মোট ৯টি মডিউলে বিভক্ত যা ৪ দিনে বা ৯ দিনে সম্পন্ন করা হবে। এ ব্যাপারে অংশগ্রহণকারীদের রেসপন্স জানার পর এটা চূড়ান্ত করা হবে। ক্লাসগুলো বিআইসিএম এর ক্যাম্পাসেই হবে এবং প্রতি ব্যাচে আপাতত ১৫ জনকে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। কোর্স ফি থাকবে ১২ হাজার টাকা, তবে প্রথম তিনটি ব্যাচের জন্য ৫০% ছাড়ে প্রোগ্রামটি চলমান থাকবে। আর গ্রুপ রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও থাকবে বিশেষ ছাড়।

ড. মাহমুদা আক্তার বলেন, অভিজ্ঞ এবং এ পেশাতে/সমগোত্রীয় পেশায় যারা ইতোমধ্যে আছেন, তাদের জন্য ক্ষেত্র বিশেষে বৃত্তি প্রদান করা হবে। তবে তার জন্য তাদেরকে তাদের সিভি জমা দিতে হবে এবং প্রাথমিক ভাবে বিবেচিত হলে চূড়ান্ত বিবেচনার জন্য একটি ইন্টারভিউ দিতে হবে আমাদের এক্সপার্ট প্যানেলের কাছে। আবেদনকারীদের মধ্য হতে প্রতি ব্যাচে মোট ৩ জনকে এই বৃত্তি প্রদান করা হবে। বিশেষ ক্ষেত্রে এটি বাড়ানোও হতে পারে।

তিনি বলেন, প্রোগ্রামটির সবচাইতে আকর্ষণীয় অংশ হচ্ছে এর Industry Exposure and Field Assignment যেখানে অংশগ্রহণকারীদের প্রত্যেককে একটি Asset Management Company তে ৫ দিনের একটি Attachment Program এ পাঠানো হবে। তারা বাস্তবে কাজ করে এই প্রোগ্রামের শেষে একটি Sales Pitch তৈরি করে তা বিশেষজ্ঞ প্যানেলের সামনে উপস্থাপন করবেন। সব শেষে একটি Comprehensive Exam এর মাধ্যমে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান এর ব্যাপারে মুল্যায়ন করা হবে।

বিআইসিএমের এই নির্বাহী প্রেসিডেন্ট বলেন, পরীক্ষায় পাশ করলে বিআইসিএম কর্তৃক Licensed Mutual Fund Selling Agent সনদ মিলবে যার মেয়াদ হবে ৩ বছর। এরপর প্রতি দুই বছর অন্তর একবার করে একটি লাইসেন্স নবায়ন পরীক্ষা ও ফি দিয়ে লাইসেন্স নবায়ন করতে হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত ছিলেন আইডিএলসি এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চীফ অপারেটিং অফিসার কাজী মাশুক-উল হক, শান্তা এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান হাসান ও গ্রীণ ডেল্টা ড্রাগন এসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহবাজ তালাত।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলী।