২ সপ্তাহে মিরাকলের দর বেড়েছে ৯৯ শতাংশ

Posted on September 14, 2023

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের মন্দা পরিস্থিতিতেও কিছু কিছু কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ছে। এর মধ্যে একটি হচ্ছে মিরাকল ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ারদর গত ২ সপ্তাহে ৯৯ শতাংশ বেড়েছে।

পর্যালোচনায় দেখা গেছে, গত ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ২৮.৮০ টাকা। শেয়ারটির দাম বেড়ে চলতি মাসের ১২ তারিখ দাঁড়ায় ৫৭.৪০ টাকায়। অর্থাৎ এই ১৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৮.৮০ টাকা বা ৯৯ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণে নোটিশ দিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর নোটিশের জবাবে গত ১১ সেপ্টেম্বর কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছিল কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

বিভিন্ন ব্রোকারেজ হাউজ কর্মকর্তারা বলছেন, শেয়ারের দর চাহিদা ও জোগানের ভিত্তিতে বাড়বে বা কমবে এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে সিংহভাগ ক্ষেত্রেই কারসাজি ছাড়া শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ে না।