স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলছেন না মুশফিকুর রহিম। বুধবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানা যায়, নবাগত সন্তানের পাশে থাকতে ছুটি বাড়ানোর আবেদন করেন মুশফিক। তারকা এই ক্রিকেটারের স্ত্রী এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় পরিবারকে সময় দিতে চাচ্ছেন তিনি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘মুশফিক আমাদের জানিয়েছে, তার স্ত্রী এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এই মুহূর্তে তার পরিবারের সঙ্গে থাকা দরকার। আমরা পরিস্থিতিটা বুঝতে পারছি। তাই এই ম্যাচটা থেকে তাকে ছুটি দেওয়া হচ্ছে।’
এর আগে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফেরেন মুশফিক।
উল্লেখ্য, এশিয়া কাপ থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে বাংলাদেশ দল। নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারালেও ফাইনাল খেলার কোনো সুযোগ নেই সাকিবদের সামনে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক https://corporatesangbad.com/45525/ |