মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ শামসুল আলম নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫।
সোমবার রাতে উপজেলার হ্নীলা ইউপির লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটককৃত শামসুল লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-১২-এর নুর আলমের ছেলে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে শামসুলকে আটক করা হয়েছে। পরে তার বসতঘরে তল্লাশি করে ৯০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক https://corporatesangbad.com/4548/ |