ভারতে নিপা ভাইরাসে ২ জনের মৃত্যু

Posted on September 12, 2023

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যে নিপা ভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। গতকাল কেরালায় জারি করা হয় স্বাস্থ্য সতর্কতা। এর আগে সেখানের একটি বেসরকারি হাসপাতালে দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়। এরপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক।

মান্ডাভিয়া বলেছেন, পরিস্থিতি পর্যালোচনা ও নিপা ভাইরাস ব্যবস্থাপনার জন্য কেরালায় কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যম পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথম মৃত্যুটি রেকর্ড করা হয় ৩০ আগস্ট। আর দ্বিতীয়টি গত সোমবার।

বছর দুয়েক আগেও নিপা ভাইরাসের সংক্রমণ কেরালায় মারাত্মক আকার ধারণ করেছিল। তাই আগাম সতর্কতা নিতে তৎপর সেখানের কর্তৃপক্ষ। নিপা-সংক্রমণ নিয়ে সোমবারই রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।

নিপা ভাইরাস শ্বাসযন্ত্র থেকে মাথার ভেতর পর্যন্ত আক্রমণ চালায়। ফলে প্রথমে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টি হলেও ধীরে-ধীরে মাথার ভেতরে প্রদাহ শুরু হয়। খিঁচুনিও হয়। সঠিক সময় রোগ ধরা না পড়লে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। নিপা ভাইরাসে মৃত্যুর হার ৪০-৭৫ শতাংশ।

নিপা সংক্রমণের পৃথক কোনো চিকিৎসা নেই। তবে শ্বাসকষ্টি বেশি হলে রোগীকে আইসিইউ-তে রেখে অক্সিজেন সাপোর্ট ও স্নায়বিক চিকিৎসা দিতে হয়। এখন পর্যন্ত নিপা-র কোনো ওষুধ বা ভ্যাকসিন আসেনি। সূত্র: এনডিটিভি।