নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানির ২১ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষনা করেছে । আগামী ২৭ সেপ্টেম্বর , বুধবার সকাল ১০টায় ভার্চুয়্যাল প্লাটফর্মে উক্ত সভা অনুষ্ঠিত হবে।
কোম্পানী সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত হিসাব বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ সহ ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হবে।
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমান ২০০ কোটি টাকা । পরিশোধিত মূলধনের পরিমান ১৬৪ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা ।
কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৪০ লাখ ৬৩ হাজার ৩৩০ টাকা । এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের ৩৯.৭৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ১৬.১৪ শতাংশ এবং বাকি ৪৪.১২ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগকারীদের হাতে ।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এজিএম এর তারিখ ঘোষণা https://corporatesangbad.com/45327/ |